সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিত্র ইনস্টিটিউশন বুথে ভোট দেন তিনি। আজ বিকেল ৪টে নাগাদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মুখ্যমন্ত্রী। ভোট দিতে এসে তাঁর যাতে কোনও অসুবিধা না হয়, তাই মিত্র ইনস্টিটিউশনে বিশেষ ব্যবস্থা করা হয় আজ। নন্দীগ্রামের প্রচারে গিয়ে আঘাত পাওয়ার পর পায়ে প্লাস্টার করা হয়েছে তাঁর। ফলে পায়ে প্লাস্টার থাকায় হুইলচেয়ারে করেই ভোট দিতে আসেন মমতা। তাই কমিশনও মিত্র ইনস্টিটিউশনে র্যাম্প তৈরি করেছে, যাতে মুখ্যমন্ত্রীর কোনও অসুবিধা না হয়।
কমিশন সূত্রে জানা যাচ্ছে, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রতি বুথেই র্যাম্প তৈরির করার নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনেই ভাবনীপুর বিধানসভার মিত্র ইনস্টিটিউশনের বুথে তৈরি করা হয়েছে র্যাম্প। উল্লেখ্য, ভবানীপুরের দু’বারের বিধায়ক মমতা এ বার নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। বদলে রাসবিহারী থেকে ভবানীপুরে আনা হয়েছে বিদায়ী সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে।