এবার মাঝপথেই চলতি আইপিএল থেকে বিরতি নিলেন দিল্লী ক্যাপিটলসের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। টুইটারে নিজেই জানিয়েছেন, সব ঠিক থাকলে দ্রুত খেলার মাঠে ফিরবেন তিনি। এদিকে, গতকালই সুপার ওভারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে দিল্লী। কিন্তু তারপরই অশ্বিনের বিদায় নেওয়ার এই খবর রীতিমতো ধাক্কা দেবে পন্থদের। সূত্রের খবর, অশ্বিনের পরিবার বর্তমানে করোনার বিরুদ্ধে লড়াই করছে। আক্রান্ত তাঁর শ্বশুরবাড়ির অনেকেও।
রবিবার সানরাইজার্সের বিরুদ্ধে জয়ের পরই অশ্বিন টুইটারে ঘোষণা করেছেন, “চলতি বছরের আইপিএল থেকে আমি বিরতি নিচ্ছি। আমার নিজের পরিবার করোনার বিরুদ্ধে লড়াই করছে। এই কঠিন সময়ে আমি তাঁদের সকলের পাশে থাকতে চাই। সব ঠিক হয়ে যাওয়ার পর আমি আবার খেলার মাঠে ফিরব।” রবিবার গভীর রাতে টুইটারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের এই অভিজ্ঞ স্পিনার। তার আগেই অবশ্য মরশুমের প্রথম সুপার ওভারে সানরাইজার্সকে হারিয়েছে দিল্লী।
উল্লেখ্য, গতকাল দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লী ক্যাপিটালস। প্রথমে ব্যাট করে পৃথ্বী শ’র অর্ধশতরান, পন্থ (৩৭), স্মিথ (৩৪) এবং ধাওয়ানের (২৮) গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে চার উইকেটের বিনিময়ে ১৫৯ রান তোলে দিল্লী। জবাবে ব্যাট করতে নেমে বেয়ারস্টো-র ১৮ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস এবং উইলিয়ামসনের অর্ধশতরানে ভর করে হায়দ্রাবাদও পৌঁছে যায় ১৫৯ রানে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। ওয়ার্নার এবং উইলিয়ামসনের সামনে সুপার ওভারে দুর্দান্ত বোলিং করেন সদ্য কোভিডজয়ী অক্ষর প্যাটেল। মাত্র ৭ রান খরচ করেন তিনি। দিল্লির সামনে টার্গেট ছিল ৮ রানের। রশিদ খানের সামনে সেই ৮ রান তুলতে হিমশিম খেতে হলেও শেষপর্যন্ত পন্থ এবং ধাওয়ান নির্ধারিত লক্ষ্যে দলকে পৌঁছে দেন।