গতকাল রাতে আঁতোয়া গ্রিজম্যানের জোড়া গোলের সৌজন্যে ভিয়ারিয়ালকে ২-১ ফলে হারিয়ে দিল বার্সেলোনা। যার ফলে জমে গেল লা লিগা দখলের লড়াই। গত শনিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের বিরুদ্ধে ম্যাচ ড্র করে লিগ জয়ের অভিযানে ধাক্কা লাগে রিয়াল মাদ্রিদের। তার চব্বিশ ঘণ্টার মধ্যে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়ো জিনেদিন জিদানের দলকে ধরে ফেলল বার্সা। বর্তমানে রিয়ালের ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে এ দিন ৭১ পয়েন্ট হয়ে গেল রোনাল্ড কোমানের দলের। ম্যাচের পরে যে জয় নিয়ে লিওনেল মেসিদের ম্যানেজার বলেছেন, “খুব চাপের মধ্যে ছিলাম। ভিয়ারিয়াল প্রতিপক্ষ হিসেবে খুব কঠিন। কিন্তু শেষ মিনিট পর্যন্ত বার্সেলোনার ফুটবলাররা লড়াই করে ছিনিয়ে নিয়েছে মূল্যবান তিন পয়েন্ট।”
উল্লেখ্য, রবিবার ম্যাচের ২৬ মিনিটে স্যামুয়েল চুকওয়েজের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে সেই আনন্দ হয়নি দীর্ঘস্থায়ী। দুই মিনিটের মধ্যে সেই ম্যাচে সমতা ফেরান গ্রিজম্যান। পরে ৩৫ মিনিটে বার্সার এই ফরাসি স্ট্রাইকার ফের ব্যবধান বাড়িয়ে যান। কোমান বলেছেন, “সামনের সমস্ত ম্যাচ খুব কঠিন হতে চলেছে। কোনও ধরনের ভুল করা যাবে না। তা হলেই লক্ষ্য থেকে ছিটকে যেতে পারি আমরা। তবে ফুটবলারদের দায়িত্বশীল ফুটবল আমার আত্মপ্রত্যয় বাড়িয়ে দিয়েছে। এ বার লা লিগা জেতাটা আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। সকলকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে সেই কাজ সম্পূর্ণ করতে হবে।”
এ দিকে, শনিবার বের্নাবাউয়ে বেতিসের কাছে আটকে যায় রিয়াল। যে ফল দেখে অনেকেই মনে করছেন, গতবারের লা লিগাজয়ী রিয়ালের পক্ষে এ বার খেতাব জয় করা হয়তো কঠিনই হয়ে দাঁড়াল। যদিও দলের ম্যানেজার জিদান তা মনে করছেন না। তাঁর দাবি, খেতাবের জন্য লড়াই এখনও শেষ হয়নি। জিজু বলেছেন, ‘‘এটা ঘটনা, আজ দু’পয়েন্ট নষ্ট হল। কিন্তু আমাদের রক্ষণ খুব ভাল খেলেছে। সে ভাবে কিছু করতে পারেনি আক্রমণ ভাগের ফুটবলারেরা। বেশির ভাগ ক্ষেত্রেই বেতিস বল কেড়ে নিয়েছে। রিয়ালের আক্রমণে কিছু একটার যেন অভাব ছিল।’’