এটিকে মোহনবাগানের হেড কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের টার্গেট ছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলা। তবে সে সুযোগ মেলেনি। এর বদলে আপাতত হাবাসের পাখির চোখ এএফসি কাপই। কিন্তু সেই টুর্নামেন্টের প্রস্তুতিও এবার বিশ বাঁও জলে। করোনার কারণে অর্নিদিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সবুজ-মেরুনের অনুশীলন।
তবে অনুশীলন স্থগিত হলেও এএফসি কাপ নিয়ে হাবাসের পরিকল্পনা অনেকটাই তৈরি। নিয়ম অনুযায়ী, এএফসিতে খেলানো যাবে ৪ জন বিদেশি। তারমধ্যে একজনকে অবশ্যই এশিয়ান কোটার হতেই হবে। সেভাবেই আইএসএলে খেলা বিদেশি ফুটবলারদের মধ্য থেকে কাদের ডাকা হবে মোটামুটি একটা চিত্র তৈরি করে ফেলেছেন হাবাস। সম্ভবত দলে থাকবেন রয় কৃষ্ণা, তিরি, কার্ল ম্যাক হিউগ এবং এশিয়ান কোটায় ডেভিড উইলিয়ামস।
ঠিক ছিল আজ থেকেই এএফসি কাপের জন্য কলকাতায় প্রস্তুতি শুরু করবে এটিকে মোহনবাগান। কিন্তু করোনার জন্য তা আপাতত স্থগিত হয়ে গেল। বিমান চলাচল স্বাভাবিক নয় বলে দলের বিদেশি ফুটবলার-সহ কোচ হাবাস আসতে পারছেন না। তাই কবে থেকে অনুশীলন শুরু করা সম্ভব হবে কারও পক্ষে জানানোই সম্ভব নয়। অথচ সবুজ-মেরুনের প্রথম ম্যাচ ১৪ মে।
এটিকে মোহনবাগান কর্তারা চেয়েছিলেন কলকাতায় অনুশীলন শুরু করে যত তাড়াতাড়ি সম্ভব মালদ্বীপে চলে যেতে। যেহেতু সেখানেই এএফসি কাপের খেলাগুলো হবে। তবে মালদ্বীপ সরকারও জানিয়ে দিয়েছে, ১০ তারিখের আগে সেখানে প্রবেশের অনুমতি নেই। এএফসির কাছে অনুরোধ করে চিঠি পাঠাচ্ছে সবুজ-মেরুন কর্তৃপক্ষ। যাতে ১০ তারিখের আগে দলকে ঢুকতে দেওয়া হয়। কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে না প্রতিযোগিতা বাতিল হয়ে যায়।