বুড়ো বয়সের পেলে-কে নিয়ে এসে ম্যাচ জেতার চেষ্টা করলে জিততে পারবে না বিজেপি। এবার নাম না করে ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বড় টিমের বিরুদ্ধে খেলছি। কিন্তু বাংলায় তাদের ম্যাচ জেতানোর মতো কেউ নেই। তাই যদি বুড়ো বয়সের পেলে (নরেন্দ্র মোদী)-কে নিয়ে এসে ম্যাচ জেতার চেষ্টা করে (বিজেপি), পারবে না। আর বাংলায় যারা আছে তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের গতির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারবেন না। তাই এই খেলায় তৃণমূলই জিতবে। বিজেপি ৭০-এর বেশি আসন পাবে না বলেও দাবি করেন ফিরহাদ হাকিম।
শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যাওয়া নেতাদেরও কটাক্ষ করেন ফিরহাদ। তিনি বলেন, এটা আদর্শের খেলা। কেউ গান্ধীবাদের কথা বলতে বলতে যখন গডসেবাদের কথা বলতে শুরু করেন তখন তাঁরা আর খেলার সেই স্পিরিটটা পান না। করোনা প্রসঙ্গে মোদীকে ‘নিরো’র সঙ্গে তুলনা করেন ফিরহাদ। তাঁর দাবি, সময়ের প্রয়োজনে যখন লকডাউন করা দরকার ছিল, তখন তিনি ট্রাম্পকে নিয়ে ব্যস্ত ছিলেন। আর এখন যখন তাঁর প্রধানমন্ত্রীর ভূমিকা পালনের প্রয়োজন তখন তিনি বিজেপি নেতা হিসাবে বেশি দেখা দিচ্ছেন। দেশে করোনার এই প্রকোপের জন্য দায়ী প্রধানমন্ত্রীই।
এখানেই শেষ নয়। করোনার টিকাকরণ কর্মসূচী নিয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন, আমরা টিকা কিনে মানুষকে বিনামূল্যে দিতে চাই। আমাদের সেই সুযোগ দেওয়া হোক। তখন সেই অনুমতি দেওয়া হয়নি। অথচ, এখন বলা হচ্ছে বাজার থেকে টিকা কিনে নিন। মানুষই এর বিচার করবে। পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকারও সমালোচনা করেন ফিরহাদ। কলকাতার প্রাক্তন মেয়র বলেন, ভোটের প্রচার আগেই বন্ধ করা উচিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী যখন বললেন তিনি আর প্রচার করতে আসবেন না, ঠিক তখনই নির্বাচন কমিশন সব বন্ধ করতে বলল।