জোড়হাতে প্রধানমন্ত্রীর কাছে অক্সিজেন সংকট থেকে মুক্তি চাইলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বললেন, “অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করুন। দিল্লির মুখে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে আসা গাড়িগুলোকে শহরের ঢোকার পথে যাতে অন্য রাজ্য না আটকায়, তার ব্যবস্থা নিন।” সরকারি প্রচারমাধ্যমে সরাসরি এই কথোপকথন দেখানো হয়। দেখা যায়, দিল্লীর মুখ্যমন্ত্রী কাতর স্বরে প্রার্থনা করেন, “দিল্লীতে অক্সিজেনের অভাব সাংঘাতিক। রোগীরা শুধু মাত্র অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। আপনি দ্রুত পদক্ষেপ করুন। না হলে দিল্লির পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠবে।” পশ্চিমবঙ্গ এবং ওড়িশা থেকে আকাশপথে অক্সিজেন আনার ব্যবস্থা করতেও বলেন কেজরিওয়াল।
করোনার দ্বিতীয় ভয়াল ঢেউয়ের সংকট কাটিয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রীকে রাস্তা দেখানোর অনুরোধ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও জানতে চান, দিল্লির জন্য আসা অক্সিজেন অন্য রাজ্য আটকে দিলে, তার মোকাবিলা কীভাবে হবে। শুক্রবার দেশের সবথেকে বেশি আক্রান্ত ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেই গোটা দেশে অক্সিজেনের সংকট প্রবলভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। মুখ্যমন্ত্রীদের মধ্যে সবথেকে সরব ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কারণ দিল্লীর অবস্থা খুবই খারাপ বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র দিল্লীতেই গত ২৪ ঘণ্টায় ২৫ জন মারা গিয়েছেন শুধু অক্সিজেনের অভাবে। এক দিনে ২৬ হাজারের বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত হয়েছেন দিল্লীতে। দেশের আক্রান্তও শুক্রবার ৩ লক্ষ ৩২ হাজার পার করেছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের সংকট মেটাতে প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নিতে আর্জি জানালেন কেজরিওয়াল।