ভোটে জিতে বাংলায় ক্ষমতায় এলে প্রত্যেক রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে। সপ্তম দফার নির্বাচনের তিনদিন আগে এমনটাই ঘোষণা করেছে গেরুয়া শিবির। এবার বিজেপির এই ঘোষণাকেই জুমলা বলে কটাক্ষ করল রাজ্যের শাসক দল। তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘ভারতীয় জুমলাবাজ পার্টি এখন বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়ার মিথ্যে ঘোষণা করছে। এর আগে বিহারে ভোটের সময়েও একই প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটের পর যা যথারীতি ভুলে গেছে।’ উল্লেখ্য, আগেই আগামী মাসের ৫ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকল রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ঘোষণাকে তারই অনুকরণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
