আগামী ২৬ তারিখ সপ্তম দফার নির্বাচন রাজ্যে। আর ওই দফাতেই ভোট আসানসোল দক্ষিণ কেন্দ্রে। এবার সেখানে অভিনেত্রী সায়নী ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল। যিনি আদ্যোপান্ত ‘স্ট্রিট ফাইটার’। রোদ-জল-কালবৈশাখী ঝড় কোনও কিছুর তোয়াক্কা না করেই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়েছেন। এককথায়, ভোটপ্রচারের ময়দান কাঁপিয়েছেন সায়নী ঘোষ। প্রত্যন্ত এলাকায় তাঁর জনসংযোগ ভঙ্গি মুগ্ধ করেছে সেখানকার বাসিন্দা তথা অনুরাগীদের। গত দেড়মাসের এহেন কসরতের পর এবার খোদ দলনেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট পেয়ে গেলেন তিনি। শুক্রবার পশ্চিম বর্ধমানের ভার্চুয়াল সভায় দলনেত্রীর সপাট মন্তব্য, ‘সায়নী ঘোষ প্রকৃতপক্ষে ‘স্ট্রিট ফাইটার’। খুব খেটেছে। ওকে ভোট দিয়ে জেতান।’ এখানেই না থেমে মমতার মুখে সায়নী ঘোষের নির্ভেজাল প্রশংসা, ‘সায়নী আমার মিষ্টি ময়ে, অনেক খেটেছে। আমি মন থেকে চাই সায়নী জিতুক। প্রচারের ময়দানে খুব পরিশ্রম করেছে ও। ওকে ভোট দিয়ে জেতালে ও কাজ করবে মানুষের জন্য।’
প্রসঙ্গত, এদিন কোভিড বিধি মেনে ৯জন প্রার্থীকে নিয়ে দুর্গাপুরে হওয়া ভার্চুয়াল সভায় কেন মমতা সরকারকেই দরকার ক্ষমতায়, সেকথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আসানসোলে আমরা করিনি এমন কোনও কাজ নেই। শিক্ষাব্যবস্থা, জলের ব্যবস্থা, অণ্ডাল এয়ারপোর্ট, রাস্তাঘাট, সবেরই উন্নয়ন দেখেছে মানুষ। এখানে হিন্দু-মুসলিম শিখ ইসাই সর্ব ধর্মের মানুষ মিলেমিশে থাকে। আমরা চাই সেই সদ্ভাব বজায় থাকুক।’ এদিকে, একুশের লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ঘাসফুল শিবিরে সামিল হয়েছেন টলিউড অভিনেত্রী। প্রার্থী ঘোষণা হওয়ার পরদিন থেকেই আসানসোল দক্ষিণের মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি। রাজনীতির ময়দানে নবাগতার লড়াইও কঠিন। কারণ প্রতিপক্ষও হেভিওয়েট। প্রতিদ্বন্দ্বী রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ২৬ এপ্রিল ভোটবাক্সে সায়নী ঘোষের ভাগ্যগণনা। এবার সায়নীকে জেতাতে তাঁর হয়ে ভোটপ্রার্থনা করলেন খোদ দলনেত্রী।