করোনা পরিস্থিতি দেশজুড়ে চলছে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের অভাবে মৃত্যুর খবরও আসছে বিভিন্ন রাজ্য থেকে। ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে রাজ্যের পরিস্থিতিও বেশ সংকটজনক। এই অবস্থায় পশ্চিমবঙ্গ থেকে ভিনরাজ্যে অক্সিজেন রফতানি না করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানাল রাজ্য সরকার। সম্ভাব্য অক্সিজেন সংকটের কথা ভেবেই এই আবেদন বলে খবর নবান্ন সূত্রে।
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, গত বুধবার এক চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকার জানায়, বাংলা থেকে প্রতিদিন ২০০ টন অক্সিজেন ভিনরাজ্যে পাঠাবে তারা। করোনায় অক্সিজেন সংকট চলছে যে রাজ্যগুলিতে, সেখানে পাঠানো হবে এই অক্সিজেন।
কিন্তু রাজ্য সরকারের দাবি, বাংলায় যে হারে করোনা ছড়াচ্ছে তাতে আগামী সপ্তাহ থেকেই রাজ্যে রোজ ৪৫০ টন অক্সিজেন দরকার হবে। এই পরিস্থিতিতে রাজ্য থেকে রোজ ২০০ টন অক্সিজেন নিয়ে গেলে বঙ্গে অক্সিজেনের সংকট তৈরি হবে।
ইতিমধ্যেই রাজ্য অক্সিজেনের টানাটানি শুরু হয়েছে বলে খবর। বিশেষ করে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায়। বৃহস্পতিবার রাতে অক্সিজেনের অভাবে কলকাতার দক্ষিণ শহরতলিতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার।