বুধবার কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন তিনি। আর তারপর মানিকতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচনী প্রচারও সারেন। কিন্তু বৃহস্পতিবার, ষষ্ঠ দফার ভোটের সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে।
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে, তিনি একটু সুস্থ বোধ করলে মন্ত্রীকে বাড়িতেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তাঁর পরিবার। আজ, শুক্রবার সকালে জানা গেল, তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিকে, গতকালই কোভিডে আক্রান্ত হয়েছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তার আগের দিনই রীতিমতো বাড়াবাড়ি পরিস্থিতি হয় আর এক কোভিড আক্রান্ত মন্ত্রী মদন মিত্রর। তার পরেই সাধন পাণ্ডের অসুস্থতা রীতিমতো ভয় ধরিয়েছিল তৃণমূল শিবিরে। তবে তাঁর নেগেটিভ কোভিড রিপোর্ট স্বস্তি দিয়েছে আজ। জানা গিয়েছে, সব ঠিক থাকলে পরিকল্পনা মতোই ভোটের প্রচারের কাজ সারবেন সাধন পাণ্ডে।