ম্যাচ জিতে আইপিএলের লিগ টেবিলের ১ নম্বরে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল বিরাট কোহলির দল। ১৭৭ রান তাড়া করতে নেমে ২১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। শতরান করেন দলের তরুণ খেলোয়াড় দেবদত্ত পাড়িক্কল। গতকাল ৫২ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। পাশাপাশি গতকালই আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রান করে ফেললেন বিরাট। উল্লেখ্য, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ৪৭ বলে ৭২ করে অপরাজিত থাকেন ক্যাপ্টেন কোহলি।
গতকাল টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠান বিরাট। শুরু থেকেই উইকেট খুইয়ে চাপে পড়ে যায় রাজস্থান। ৪৩ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে তারা। দ্রত ফিরে যান জস বাটলার (৮), মনন ভোরা (৭) । রান না করেই আউট হন ডেভিড মিলার (০) । তবে শিবম দুবে (৪৬) ও রিয়ান পরাগের (২৫) ওপর ভর করে ১৭৭ রানের একটা সম্মানজনক স্কোর করে তারা। এদিকে, ভাল শুরু করলেও বড় রান পাননি সঞ্জু স্যামসন (২১)। ভাল খেলেন রাহুল তেওয়াটিয়া (৪০)।
বেঙ্গালুরুর পক্ষে মহম্মদ সিরাজ ও হর্ষল পটেল তিনটি করে উইকেট পান। কাইল জেমিসন, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় বিরাট বাহিনী। মাত্র ২৭ বলেই অর্ধ শতরান করে ফেলেন পাড়িক্কল। এরপর বাকি ৫০ রান করতে ২৫ বল খেলতে হয় তাঁকে। অপর দিকে বিরাটও ৩৪ বলে অর্ধ শতরান করে ফেলেন। পাশাপাশি নতুন নজিরও গড়েন বিরাট।