ক্রমশ জটিল হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশন সমস্ত মিছিল, রোড শো’য় নিষেধাজ্ঞা জারি করেছে। এবার টুইট করে নিজের সমস্ত পূ্র্বঘোষিত কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি দু’ফা ভোটের প্রচার ভার্চুয়ালি সারবেন তিনি।
টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘করোনা সংক্রমণ বৃদ্ধি এবং ২২ এপ্রিল, ২০২১ তারিখে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা মেনেই আমি আমার পূর্ব নির্ধারিত সমস্ত সভা বাতিল ঘোষণা করছি৷ এর বদলে আমি ভার্চুয়াল মাধ্যমে মানুষের কাছে পৌঁছব৷ ভার্চুয়াল সভার সময় আমরা খুব শিগগিরই জানিয়ে দেব৷’
করোনা আক্রান্তের মাঝেও নির্বাচনী প্রচার চলছিলই। কোভিডের চোখ রাঙানি উপেক্ষা করে জমায়েত করছিলেন বহু মানুষ। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে চতুর্থ দফা ভোটের পরই কমিশন প্রচারের সময়সীমা বেঁধে দিয়েছিল। বলা হয়, সকাল ১০টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত প্রচার করা যাবে, তারপরে কোনও রকম প্রচার চলবে না। ভোটের দিনের ৭২ ঘণ্টা আগে প্রচার শেষ করে ফেলতে হবে। জনসভায় ৫০০ জনের বেশি সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়।করোনা পরিস্থিতিতে সেই নির্দেশিকা মেনেও নেন সকলে। তা সত্ত্বেও জনগণের একাংশই এই প্রচারের বিরুদ্ধে মত পোষণ করছিলেন।
বৃহস্পতিবার ষষ্ঠ দফা ভোট শেষ হতেই নির্বাচন কমিশন নয়া নির্দেশিকা জারি করে। সবরকম রোড শো, পদযাত্রা বন্ধ করে দেওয়া হয়। জনসভা করলেও ৫০০ জনের বেশি লোক যাতে জড়ো না হন, সে বিষয়ে আরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়। কমিশন নির্দেশিকা জারির কয়েক ঘণ্টার মধ্যেই টুইটে তৃণমূল নেত্রী জানালেন, বাকি দু’দফা নির্বাচনের আগে কবে কোথায় মিটিং হবে, তা ঠিক থাকলেও সমস্ত সভা বাতিল করা হচ্ছে। তবে নিজে জেলায় জেলায় সকলের কাছে গিয়ে মঞ্চ থেকে প্রচার করতে না পারলেও ভার্চুয়ালি সভা করবেন তিনি। ওইভাবেই নিজের বার্তা সকলের সামনে তুলে ধরবেন।