করোনা অতিমারী পরিস্থিতি নিয়ে কলকাতা হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের তিরস্কারের পর চাপে পড়ে বাংলায় আগামীকালের সভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে ৪টি নির্বাচনী জনসভা করার কথা ছিল তাঁর।
উল্লেখ্য, রাজ্যে করোনা সংক্রমণের দৌরাত্ম্যের মধ্যেই এখনও পর্যন্ত বাংলায় মোট ১৮টি সমাবেশ করেছেন তিনি। সেখানে করোনাবিধি সে ভাবে মানা হয়নি বলে সামাজিক মাধ্যমে তিরস্কৃতও হয়েছেন তিনি ও তাঁর দল। তাই, শুক্রবারের সভা নিয়ে খুবই সতর্ক ছিল বিজেপি। কথা ছিল সর্বাধিক ৫০০ মানুষের সামনে ভাষণ দেবেন মোদী।
কিন্তু আজ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনকে তিরস্কার করে। করোনার বাড়বাড়ন্তের মধ্যেও প্রচার সভা কীভাবে করছে রাজনৈতিক দলগুলি, কেন তাদের ক্ষমতা ব্যবহার করছে না কমিশন, এই নিয়ে কটাক্ষও করে আদালত। অন্যদিকে সুপ্রিম কোর্ট দেশে অক্সিজেন সরবরাহ এবং টিকাকরণ কর্মসূচী নিয়ে কেন্দ্রকে নোটিশ দিয়েছে। একাধিক প্রশ্নের মুখে পড়ে আপাতত বাংলা সফর বাতিল করতে বাধ্য হলেন মোদী।