মন্টে কার্লো মাস্টার্সের অঘটন ঘটালেন ব্রিটেনের ড্যান ইভান্স। টুর্নামেন্টের শেষ ষোলোয় তিনি হারালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচকে। ম্যাচের ফলাফল ৬-৪, ৭-৫। তবে অন্যদিকে জিতেছেন রাফায়েল নাদাল। তিনি গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে শেষ ষোলোয় জেতেন ৬-১, ৬-১ সেটে। উল্লেখ্য, ২০১৩ এবং ২০১৫ সালে মন্টে কার্লো মাস্টার্সে চ্যাম্পিয়ন হওয়া জোকোভিচের সার্ভিস পাঁচ বার ভাঙেন বিশ্বের ৩৩ নম্বর ইভান্স। চলতি বছরে এই প্রথম হারের মুখে পড়লেন জোকার। ফেব্রুয়ারিতেই তিনি নবম বার অস্ট্রেলীয় ওপেন জিতেছেন। জোকোভিচ বলেন, ‘‘গত কয়েক বছরে এটা আমার সব চেয়ে কুৎসিত হার। কিছুই আমার পক্ষে যায়নি আজ। এ ভাবে কোর্ট থেকে বিদায় নিতে খুব খারাপ লাগছে।’’
এ দিকে, করোনা অতিমারির জন্য সতর্কতা হিসেবে গত বছরের মাঝামাঝি থেকেই দর্শকশূন্য স্টেডিয়ামে প্রতিযোগিতা আয়োজন হচ্ছে। গোটা বিশ্বেই এই দৃশ্যটি খুব স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু নাদাল, জোকোভিচের মতো বিশ্বের সেরা টেনিস তারকারা এখনও ফাঁকা স্টেডিয়ামে লড়াই করতে নেমে একই রকম তীব্রতা ধরে রাখাটা কঠিন বলে মনে করছেন। নাদাল জানিয়েছেন, ‘‘দর্শকরা লড়াই করতে সাহায্য করেন। ব্যক্তিগত ভাবে আমি ওদের অভাব অনুভব করছি।’’