সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার সেই ঘটনাকে সামনে এনেই তাঁকে তীব্র আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। রাজ্যে ভোটের প্রচার করতে এসে করোনা সংক্রমণ ছড়িয়েছেন। তারপর নিজের রাজ্যে ফিরে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যোগী আদিত্যনাথ। মুর্শিদাবাদে গিয়ে এবার এমনই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
বৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে জনসভা করেন ফিরহাদ। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, রাজ্যে করোনা সংক্রমণের বাড়বৃদ্ধির পিছনে হাত রয়েছে নির্বাচন কমিশন এবং বিজেপি-র। এ নিয়ে কমিশন এবং গেরুয়া শিবিরের মধ্যে আঁতাতের অভিযোগও তোলেন তিনি।
তাঁর প্রশ্ন, ‘‘রাজ্যে ৮ দফা নির্বাচন কার স্বার্থে হল? এটা করে করোনা সংক্রমণ বাড়াল কে? এই নির্বাচন আসামের মতো হতে পারত। কিন্তু তা হল না কেন? বাইরের নেতা নিয়ে এসে বাংলায় করোনা পরিস্থিতি সৃষ্টি করল কে?’’ এর প্রেক্ষিতে ফিরহাদের ব্যাখ্যা, “নির্বাচন কমিশন আর বিজেপি এ সব করেছে। ছোট ছোট দলকে দোষ দিলে হবে না। রাঘব বোয়ালরা মূল দোষী। কেন দিল্লী, বম্বে থেকে নেতা এবং ক্যাডারদের এনে করোনাকে ছড়ানো হল কেন? যোগীজি তো কত জনের মধ্যে সংক্রমণ ছড়িয়ে নিজে ভর্তি হয়ে গিয়েছেন। চক্রান্ত করে বিজেপি এসব বিজেপি করাচ্ছে।”