বছরশুরুর দিনেও জারি থাকল ইস্টবেঙ্গল ক্লাব ও বিনিয়োগকারীর ঠান্ডা লড়াই। বার পুজোর অনুষ্ঠানে দলের কোনও ফুটবলার না আসায় ক্ষোভ উগরে দিলেন ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। আর বিনিয়োগকারী শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হল, করোনার জন্যই ফুটবলাররা আসেননি।
বৃহস্পতিবার সকালে বারপুজোর অনুষ্ঠান শেষ হওয়ার পরে দেবব্রত সরকার জানান, “কোনও এক অজানা কারণে ফুটবলাররা আসেনি। তবে শুনেছি কারোর নির্দেশেই নাকি ওরা অনুপস্থিত। আমাকে যুব ফুটবলার ও দুজন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠান সারতে হল।”
তবে বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, তাঁদের দপ্তরের কয়েকজনের করোনা ধরা পড়েছে। তাই দপ্তর বন্ধ রয়েছে। দিন কয়েক আগে বেশ কয়েকজন ফুটবলারও এসেছিলেন সেই দপ্তরে। তাঁদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। তাঁদের নিভৃতবাসে থাকতে অনুরোধ করা হয়েছে। বিনিয়োগকারী সংস্থার কোনও কর্তাকেও এদিন দেখা যায়নি ক্লাবে।