আজ পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষের দিন। এই উৎসবের দিনে জনসভা না করে কৃষ্ণনগরের রাস্তায় বিরাট রোড শো করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গোটা রাস্তায় তাঁর সঙ্গী হলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশাণী মুখোপাধ্যায়। কৃষ্ণনগর বৌবাজারে অবস্থিত পাবলিক লাইব্রেরী গ্রাউন্ড থেকে ক্ষৌণীশ পার্ক অবধি, প্রায় ৪ কিলোমিটার রাস্তার এই রোড শো গোটাটাই ছিল জাঁকজমকপূর্ণ।
রোড শো শেষ হওয়ার পর গাড়ির ওপরে দাঁড়িয়েই একটি ছোট পথসভা করেন অভিষেক। সেখানে দাঁড়িয়ে প্রথমেই তিনি বলেন, “আজ নববর্ষের দিনেও যাঁরা তীব্র গরম ও চড়া রোদকে উপেক্ষা করে রোড শো-তে এসেছেন, তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতেই এসেছেন। তৃণমূলের জয় নিশ্চিত করতেই আজ সবাই উপস্থিত হয়েছেন।” কৃষ্ণনগরের মানুষের এই স্বতঃস্ফূর্ততা দেখে কৃতজ্ঞতাও প্রকাশ করেন অভিষেক।
এরপরই সেখানে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন এই তৃণমূল সাংসদ। বিদেশে করোনার টিকা রফতানি নিয়ে মোদীকে একহাত নেন তিনি। বলেন, “গোটা দেশে ১৩০ কোটি জনগণ। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার বিলি করেছে মাত্র ১ কোটি টিকা। এদিকে বাংলাদেশ, আমেরিকা, এমনকি পাকিস্তান, চীনেও এই টিকা রফতানি করেছে মোদী সরকার। দেশের মানুষ বাঁচলো না মরলো, তা নিয়ে প্রধানমন্ত্রী ভাবিত নন। বিদেশে নিজের ভাবমূর্তি ঠিক রাখতে মোদী বেশি সচেতন।”
পাশাপাশি মমতার সঙ্গেও এদিন ফের মোদীর তুলনা টানেন তিনি। বলেন, “অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন। তিনি রাজ্যের ১০ কোটি জনগণের জন্যই খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী চালু করেছেন। আপনি বিজেপি করলেও এর সুবিধা পাবেন, সিপিএম করলেও পাবেন। আবার তৃণমূল করলেও পাবেন। মুখ্যমন্ত্রী দল দেখে খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী দেন নি। তিনি দলের আগে মানুষকে এগিয়ে রাখেন।”