একটা, দুটো নয়! রাজ্যে ভোটের আবহে আরও ৬টি জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আগামী দিন দশেকের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভাগুলি করবেন প্রধানমন্ত্রী। কিন্তু এই মুহূর্তে দেশের অন্যান্য প্রান্তের মতো এরাজ্যেও বাড়ছে করোনার সংক্রমণ। এই সময় রাজ্যে প্রধানমন্ত্রীর ৬ টি সভা কীভাবে আয়োজন করতে পারে বিজেপি, সেই প্রশ্ন উঠছে। পাশাপাশি রাজ্য বিজেপির দায়িত্বজ্ঞান নিয়েও সরব হয়েছে ওয়াকিবহাল মহল। রাজ্যবাসীর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ঠেলা হচ্ছে বলে সরব তাঁরা।
আগামী ১৭ এপ্রিল তথা রাজ্যের পঞ্চম দফা ভোটের দিন জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রীর। পশ্চিম বর্ধমানের আসানসোল ও দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মোদীর সমাবেশে ভালই জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের। পরে দু’দফায় আরও অন্তত চারটি জনসভা করার কথা প্রধানমন্ত্রীর। যার মধ্যে দুটি রয়েছে মালদহ এবং মুর্শিদাবাদে। একটি বোলপুর এবং আরেকটি সভা হওয়ার কথা খাস কলকাতায়।
প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও বেশ কিছু জনসভা রয়েছে রাজ্যে। শুক্রবারই ফের রাজ্যে আসছেন শাহ। রাজনাথ সিং, স্মৃতি ইরানিরাও বেশ কয়েকটি সভা করবেন। সভা বা রোড শো করবেন বিজেপি সভাপতি জেপি নাড্ডারাও। কেন্দ্রীয় নেতাদের এই একগুচ্ছ কর্মসূচি কোভিড বিধি মেনে সামাল দেওয়াটাই এখন বড় চ্যালেঞ্জ বঙ্গ বিজেপির। করোনা আবহে কীভাবে একের পর এক রোড শো, জনসভার আয়োজন করছে বিজেপি, সেই প্রশ্ন নিয়ে সরব সব মহল।