এবার নিউ ব্যারাকপুরে শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্য করে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন উত্তর দমদমের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কমিশনের নির্দেশ অনুযায়ী, ৮০ বছরের বেশি যাঁদের বয়স এবং যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের বাড়িতে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। বুধবার নিউ বারাকপুরে ১১ নং ওয়ার্ডে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ করা হচ্ছিল।
সেখানে নাকি সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট উপস্থিত থাকলেও বিজেপির কোনও এজেন্ট ছিল না। সেখানে বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার গিয়ে কমিশনের আধিকারিকদের বলেন, “বিজেপির কোনও এজেন্ট নেই। আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। চুপিচুপি ভোট করে বেরিয়ে যাচ্ছেন।” তারপরই তিনি বলেন “এই জন্যই শীতলকুচি ঘটেছে। এই জন্য সিআরপিএফ বাধ্য হয়েছে গুলি চালাতে।” এরপরই তৃণমূল কর্মীরা ‘চালান, গুলি চালান’ বলে প্রার্থীর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কমিশন।