চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে অনুশীলনে নামার ছাড়পত্র পেলেন জফ্রা আর্চার। ফলে স্বস্তিতে রাজস্থান রয়্যালস। ইসিবির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে চলতি সপ্তাহেই আর্চারকে অনুশীলন করার ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে বোলিং শুরু করতে পারবেন তিনি।
প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে সফর চলাকালীনই হাতের চোট নিয়ে সমস্যায় পড়েন ইংরেজ পেসার জফ্রা আর্চার। বাড়িতে ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে কাচ ভেঙ্গে হাতে ঢুকে যায় তাঁর। অস্ত্রোপচার করে সেই কাচ বের করতে হয়। সেই কারণেই আইপিএলের প্রথম ম্যাচে খেলতে পারেননি এই ফাস্ট বোলার।
তবে কবে তাঁকে রয়্যালসের জার্সি পড়ে কবে বল করতে দেখা যাবে, তা এখনও অনিশ্চিত। বিজ্ঞপ্তিতে ইসিবি জানায়, “অস্ত্রোপচারের পর তাঁর হাত সেরে উঠছে। ডাক্তাররা অনুশীলনে ফেরার পরামর্শ দিয়েছেন তাঁকে। আগামী সপ্তাহে বোলিং শুরু করবেন আর্চার। তবে কবে ম্যাচ খেলতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।”