গত সপ্তাহের এল ক্লাসিকো জয় আপাতত অতীত। এবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে আজ লিভারপুলের বিরুদ্ধে অ্যানফিল্ডে নামছে রিয়াল মাদ্রিদ। উল্লেখ্য, প্রথম লেগে ঘরের মাঠ আলফ্রেডো ডি স্তেফানোয় ৩-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল জিনেদিন জিদানের দল। তাই অ্যাওয়ে ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থেকেই মাঠে নামবেন বেনজেমা-ভিনিসিয়াসরা।
যদিও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক ফুটবলারের চোট-আঘাত কিছুটা হলেও চিন্তায় রেখেছে রিয়াল কোচ জিজুকে। তবে লিভারপুলকে হারিয়ে জয় তুলে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রয়েছেন এই ফরাসি কোচ। পক্ষান্তরে, ঘরের মাঠে অঘটনের আশায় বুক বাঁধছে জুরগেন ক্লপ। প্রথম লেগে দল বশ মানলেও, মূল্যবান অ্যাওয়ে গোল রয়েছে লিভারপুলের ঝুলিতে। তাই ফিরতি লেগে ২-০ ব্যবধানে জিততে পারলে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত হবে সালাহ-মানেদের।
গত কয়েক সপ্তাহে ঘরের মাঠে টানা সাতটি লিগ ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছিল লিভারপুলকে। তবে গত শনিবার অ্যাস্টন ভিলার বিরুদ্ধে সেই হারের গেরো থেকে বেরিয়ে জয়ের সরণীতে পা রাখে ক্লপ-ব্রিগেড। সেই ম্যাচে গোল পেয়েছিলেন সালাহ ও আলেকজান্ডার-আর্নল্ড। রিয়ালের বিরুদ্ধে দল মাঠে নামানোর আগে মিশরের তারকার গোলে থাকাটা সব থেকে বেশি স্বস্তিতে রাখছে ক্লপকে। তবে নিয়মিত গোল হজম করা নিয়ে ডিফেন্ডারদের উপর বেশ বিরক্ত রয়েছেন জার্মান কোচ।