আদর্শ আচরণ বিধি ভঙ্গ করেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনও ‘শাস্তি’ দিল না নির্বাচন কমিশন। শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে।
গত ৮ এপ্রিল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। কমিশনের পাঠানো নোটিশে জবাবও দেন শুভেন্দু। শুভেন্দু তাঁর লেখা চিঠিতে জানিয়েছেন, তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসী। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার অভিপ্রায় তাঁর নেই। তাঁর কোনও মন্তব্যে কেউ কোনও আঘাত পান সেটা তিনি চান না। একইসঙ্গে ভোট নেওয়ার জন্য সাম্প্রদায়িকতা আশ্রয় তিনি নেননি।তিনি ও তাঁর দল গণতন্ত্র ও নির্বাচন কমিশনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর শ্রদ্ধাশীল। চিঠিতে শুভেন্দু দাবি করেছেন, তিনি কোনও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি।
কিন্তু শুভেন্দুর সেই চিঠি সন্তুষ্ট করতে পারেনি নির্বাচন কমিশনকে। কমিশন জানিয়েছে, শুভেন্দু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। ভবিষ্যতে যেন তিনি বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকেন। অর্থাৎ শুধু সাবধানবাণী শুনিয়েই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রচারে নিষেধাজ্ঞার মতো কোনও শাস্তিমূলক ব্যবস্থা তাঁর বিরুদ্ধে নেয়নি কমিশন।