সেরি আ-তে রবিবার জুভেন্তাস ৩-১ গোলে হারাল জেনোয়াকে। তবে পুরো ম্যাচ খেলেও গোল পাননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরিনের এই ক্লাবটির হয়ে তিনটি গোল করলেন দেয়ান কুলুসেভস্কি (৪ মিনিট), আলভারো মোরাতা (২২ মিনিট) ও ওয়েস্টন ম্যাকেনি (৭০ মিনিট)। ৪৯ মিনিটে জেনোয়ার জ়ানলুকা সামাক্কা একটি গোল শোধ করেন। পয়েন্ট টেবিলে জুভেন্তাস এখনও তিন নম্বরেই আছে। ৩০ ম্যাচে তাদের পয়েন্ট ৬২।
টেবিলে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান তাদের থেকে মাত্র ১ পয়েন্ট বেশি পেয়েছে। কিন্তু ইন্টার মিলান এতটাই এগিয়ে আছে যে, রোনাল্ডোদের পক্ষে টানা দশম লিগ খেতাব জেতা সত্যিই কঠিন। তবে জুভেন্তাস রবিবার আরও বেশি গোলে জিততে পারত। মোরাতারা এ দিন প্রচুর সুযোগও নষ্ট করেন। এর মধ্যেই রোনাল্ডোর আরও একটি শট আবার পোস্টে লেগে ফিরে আসে। এ দিকে খেতাব জয়ের দিকে আরও একধাপ এগিয়েছে ইন্টার মিলান।
আন্তোনিয়ো কন্তের ফুটবলাররা রবিবার ১-০ হারিয়েছে ক্যালিয়ারিকে। গোল করেছেন মাত্তেয়ো দারমিয়ান। এই জয়ের সুবাদে আন্তোনিয়ো কন্তের দলের পয়েন্ট এখন ৩০ ম্যাচে ৭৪। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৩। অর্থাৎ তাদের থেকে ইন্টার এখন ১১ পয়েন্ট এগিয়ে। শনিবার খেলার ৬০ মিনিটে ইব্রাহিমোভিচ লাল কার্ড দেখলেও এসি মিলান ৩-১ গোলে হারায় পারমাকে।