গতকাল চলতি বছর আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দ্রাবাদকে ১০ রানে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে তারা তৈরি করে ফেলেছেন একটি নজিরও। আইপিএলের ইতিহাসে তৃতীয় দল হিসেবে ১০০ ম্যাচ জেতার নজির তৈরি করল শাহরুখের ছেলেরা।
উল্লেখ্য, এখনও অবধি আইপিএলের ইতিহাসে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। সর্বাধিক জয়ের দিক থেকেও তারাই এগিয়ে। এখনও পর্যন্ত আইপিএলে ১২০টি ম্যাচ জিতেছে রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা জিতেছে ১০৬টি ম্যাচ। তারপরেই কলকাতা। রবিবার জয়ের পরে টুইট করেছেন দলের মালিক শাহরুখ খান। শুভেচ্ছা জানিয়েছেন গোটা দলকে।
শাহরুখ লিখেছেন, “আইপিএলের শততম ম্যাচ জিততে পেরে ভাল লাগছে। দারুণ খেলেছ ছেলেরা।” আলাদা করে হরভজন সিংহের কথা উল্লেখ করে শাহরুখ লিখেছেন, “তোমাকে কিছুক্ষণের জন্য দেখে ভাল লাগল। আসলে সবাইকেই দেখে ভাল লেগেছে।” প্রসঙ্গত, ২০১২ এবং ২০১৪-এ ট্রফি ঢুকেছিল কলকাতার ঘরে। তারপর থেকে তা অধরাই থেকে গিয়েছে। দল পরিচালনকারীরা জোর দিয়েছেন তারুণ্যের উপরে। এবার দেখার, দল সাফল্য পায় কিনা।