গতবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে এবার পেনাল্টি শুট আউটে নাটকীয় জয় পেল ভারত। প্রো লিগ হকি প্রতিযোগিতায় এই জয় পেল ভারতীয় পুরুষ হকি হল। নির্ধারিত সময়ে হরমনপ্রীত সিংহ দুটি গোল করে ভারতকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন। এর পরে পেনাল্টি শুট আউটে জেতে ভারত।
২১ মিনিটে হরমনপ্রীতই প্রথমে গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। পেনাল্টি কর্নার থেকে দুরন্ত গোল করেন তিনি দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে। এর পরে মার্টিন ফেরেইরোর দ্রুত দুটি গোলের (২৮ ও ৩০ মিনিট) সুবাদে এগিয়ে যায় আর্জেন্টিনা। অনেকেই যখন ধরে নিয়েছিলেন আর্জেন্টিনাই শেষ হাসি হাসবে, ঠিক তখনই পেনাল্টি কর্নার থেকে ফের একবার গোল করে ভারতকে সমতায় ফেরান হরমনপ্রীত (৬০ মিনিট)।
প্রায় এক বছর পরে ভারত প্রো লিগ ম্যাচে খেলতে নেমেছিল। ম্যাচ ড্র হওয়ার ফলে দুই দলেরই এক পয়েন্ট পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু ভারত এর পরে বোনাস পয়েন্টও পায়। যার কৃতিত্ব পাওয়ার মূল দাবিদার ভারতের গোলকিপার পি আর সৃজেশ। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী শুট আউটে যে দল জিতবে তারাই বোনাস পয়েন্ট পাবে। লুকাস ভিয়া, মার্টিন ফেরেইরো এবং ইগনাসিয়ো অরটিজের প্রয়াস বাঁচান সৃজেশ।
এর পরে দিলপ্রীত সিংহ ৩-২ জয় নিশ্চিত করেন অভিজ্ঞ আর্জেন্টিনার গোলকিপার খুয়ান ভিভাল্ডির বিরুদ্ধে গোল করে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রইল ভারত। সাত ম্যাচে হরমনপ্রীতদের পয়েন্ট ১২। আর্জেন্টিনা ষষ্ঠ স্থানে রয়েছে। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১১। ম্যাচের সেরা হরমনপ্রীত বলেছেন, ‘‘সব চেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা কখনও হাল ছেড়ে দিইনি। শেষ মিনিট পর্যন্ত আমরা লড়াই করে গিয়েছি। এই কারণেই দল জিতেছে।’’