রাতের অন্ধকারে ভাঙ্গা হচ্ছে তৃণমূলের ক্যাম্প অফিস! ভাঙছেন যারা তাদের পরণে খাকি উর্দি। চতুর্থ দফার ভোটের আগে এমনই দৃশ্য দক্ষিণ ২৪ পরগণার বজবজ কেন্দ্রে।
তৃণমূলের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে। সেই টুইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন খবর’। তাতে দেখা যাচ্ছে, বজবজের মায়াপুরে ভোটের জন্য তৃণমূলের যে ক্যাম্প অফিস বানানো হয়েছিল, তা ভেঙে ফেলছেন খাকি উর্দিধারি কয়েকজন।
টুইটে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ছদ্মবেশে বিজেপির গুণ্ডারা এই কাজ করেছে। কার নির্দেশে এইসব হচ্ছে? প্রশ্ন করা হয়েছে টুইটে। এই ভিডিও সম্পর্কে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনের মতামত চেয়েছে তৃণমূল।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পক্ষপাতদুষ্ট বলে তৃণমূলের অভিযোগ নতুন নয়। এবার উর্দিধারীদের গুন্ডামির ভিডিও তুলে ধরে তারই প্রমাণ দেওয়া হল বলে দাবি তৃণমূলের। তৃণমূল এই ভিডিও টুইট করার পর তা রিট্যুইট করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।