‘অমিত শাহকে কন্ট্রোল করুন’। বর্ধমানের জনসভা থেকে কার্যত হুঁশিয়ারি সুরে মোদীর উদ্দেশ্যে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শাহের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিযোগ তোলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘মাথাভাঙায় আমার প্রার্থী কালকে মেরেছে। এসব অমিত শাহ প্ল্যান করে করছেন। ‘ অমিত শাহের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর অভিযো তুলে মমতা বলেন, ‘জানে ইলেকশনে হেরে যাচ্ছে তাই ম্যানিপুলেট করবার জন্য এমনটা করছেন।.. কালকেও আমার খানাকুলের কর্মীদের মারধর করেছে।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অমিত শাহ সমস্ত জানেন এই হামলাগুলির বিষয়ে। তারসঙ্গে সঙ্গেই মমতার প্রশ্ন, ‘কীসের জন্য একটা হোম মিনিস্টার বাংলায় বসে চক্রান্ত করবে বাংলার বিরুদ্ধে?’ অমিত শাহর বিরুদ্ধে কার্যত মমতা এদিন হিংসা ছড়ানোর অভিযোগ তোলেন। বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলব কন্ট্রোল করুন হোম মিনিস্টারকে ফার্স্ট। দাঙ্গা লাগাচ্ছে, খুন করছে, অন্য পুলিশদের অসৎপথে নিয়ে যাচ্ছে। এতে বিজেপির সুনাম হবে না।’
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তোপ দাগেন মেরুকরণের রাজনীতি নিয়ে। মমতা চাঁচাছোলা ভাষায় সুর চড়িয়ে বলেন, ‘আমি এসব কথা বলার পর আমি জানি, আপনারা আমায় খুন করার প্ল্যান করবেন। আমার পা টায় চোট করে দিয়েছেন… আমার যায় আসেনা .. যতদিন বাঁচব বাঘের বাচ্চার মতো বাঁচব’।