আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংস। কিন্তু গতবছর আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে একেবারেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তাঁরা। খারাপ পারফরম্যান্সের জেরে রীতিমত হতাশ হয়েছিলেন ভক্তরা। তবে গত বারের ব্যর্থতা ভুলে এবছর দেশের মাটিতে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাই সুপার কিংস। আগামী শনিবার দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। তার আগে দলের নতুন ক্রিকেটারদের সরকারি ভাবে স্বাগত জানাল সিএসকে।
এ বার সিএসকে দলে যুক্ত হয়েছেন চেতেশ্বর পূজারা, মইন আলি, কৃষ্ণাপ্পা গৌতম, রবিন উথাপ্পার মতো ক্রিকেটাররা। তাঁদের হাতে গতকাল জার্সি তুলে দেন দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সাত বছর পর আইপিএলে সুযোগ পেয়েছেন পূজারা। ধোনির হাত থেকে জার্সি পেয়ে উত্তেজিত তিনি। তাই গতকালই নেটমাধ্যমে চেতেশ্বর পূজারা লিখেছেন, “ধোনিভাইয়ের হাত থেকে জার্সি পেয়ে আমি সম্মানিত। সিএসকে পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরেও আমি উত্তেজিত।”