১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। এই দফায় চারটি জেলার ৩০টি আসনে মোট ১৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এর মধ্যেই জানা গেল বাংলায় দ্বিতীয় দফার ভোটে বিজেপির যে সব প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের মধ্যে ১৬ জনের বিরুদ্ধেই গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। প্রার্থীদের দায়ের করা হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য তুলে ধরেছে ‘ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ’ এবং ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর)। শতাংশের হিসেবে বিজেপির ৫৩ শতাংশ প্রার্থী গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত। যেখানে তৃণমূলের ক্ষেত্রে মাত্র ৫ এবং সিপিএমের ক্ষেত্রে ৪ প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
বুধবার এক সাংবাদিক বৈঠকে ‘ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ’ জানিয়েছে, দ্বিতীয় দফার ভোটে ১৫ শতাংশ প্রার্থী কোটিপতি। সব দল মিলিয়ে প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদের পরিমাণ ৯২ লক্ষ ৬৬ হাজার টাকা। বিজেপির ৩০ জন প্রার্থীর মধ্যে ১০ জন কোটিপতি। তৃণমূলের ৩০ জন প্রার্থীর মধ্যে কোটিপতি ১১ জন। হলফনামা বিশ্লেষণের রিপোর্ট থেকে জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটে সম্পদের নিরিখে সব থেকে ধনী পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। ওই প্রাক্তন আইপিএস অফিসারের মোট সম্পত্তির পরিমাণ ১৯ কোটি টাকারও বেশি। দ্বিতীয় কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা। তাঁর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি টাকা।