প্রথম দফার ভোটের আগে বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। তাই শেষবেলার প্রচারে ঝড় তুলতে আজ চার চারটি সভা করছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুই জেলার ৪ জনসভার প্রথমটিই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। আর সেখানের কলেজ মাঠে দাঁড়িয়েই এবার ফের গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। মমতা বলেন, ‘বিজেপি হচ্ছে বহিরাগত গুন্ডাদের পার্টি। বহিরাগত দুর্যোধনের পার্টি। জঞ্জালের পার্টি। এনপিআরের পার্টি। ১ এপ্রিল ওদের এপ্রিল ফুল করে দিন।’ একইসঙ্গে তিনি জেলাবাসীকে এ কথাও স্মরণ করিয়ে দিয়েছে যে, ‘এই নির্বাচনটা দিল্লীর নয়, এটা বাংলার।’
এদিন বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, ‘বুলবুলের সময় ২০ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে। দুর্গত মানুষদের জন্য কোনও সাহায্য করেনি। নরেন্দ্র মোদী একদিন ঢং করে দেখতে এল। বলল, ১ হাজার কোটি টাকা দেব। ওটা রাজ্য সরকারের প্রাপ্ত টাকা। এক পয়সাও দেয়নি। মাছের তেলে মাছ ভাজা। আমরা আমপানের জন্য ৭ হাজার কোটি টাকা দিয়েছি। ২১ লক্ষ বাড়ি তৈরির জন্য ২০০০ কোটি টাকা দিয়েছে রাজ্য।’ এখানেই না থেমে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘পিএম কেয়ার্সের নামে টাকা তুলছ। কোথায় গেল টাকা? কেউ পায়নি। রেল বিক্রি করছ। সেল বিক্রি করছ।’ তাঁর সাফ কথা, ‘আমি বিজেপির মতো দাঙ্গাবাজ নই, ধান্দাবাজ নই।’