‘কেন্দ্র খুব কম লোকের জন্য ভ্যাকসিন পাঠিয়েছে। তবে চিন্তা নেই। রাজ্য সরকার সবার জন্য টিকার ব্যবস্থা করবে। কিন্তু কোনও গুজব যেন না ছড়ায়।’ জেলাশাসকদের সঙ্গে ভিডিও বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের ফোন থেকে কিছু সময়ের জন্য উপস্থিত হয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, শনিবার দুপুরে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী জেলাশাসকদের বলেছেন, ‘কেন্দ্র খুব কম সংখ্যায় টিকা পাঠিয়েছে। রাজ্যে যে জনসংখ্যা রয়েছে তার তুলনায় তা নিতান্তই কম। সব মানুষ যাতে টিকা পান রাজ্য সরকার তার ব্যবস্থা আগামী দিনে করবে। তবে দেখতে হবে, টিকাকরণ নিয়ে যেন কোনও গুজব না ছড়ায়।’
মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, বাংলায় স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, প্রশাসনিক কর্মী অফিসার, পুলিশ-সহ ফ্রন্টলাইন ওয়ার্কাররা করোনা মোকাবিলায় যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তার যত প্রশংসা করা যায় কম মনে হবে। সরকারও তাদের সুরক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যে ৮ কোটিরও বেশি মানুষ বাস করেন। তাদের শরীর, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে আমাদের সরকার নিরন্তর কাজ করে যাবে।’
রাজ্যে আজ থেকে শুরু হয়েছে করোনা টিকাকরণ। ২১২ টি কেন্দ্রে প্রায় ৬ লাখ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। তার মধ্যে আজ প্রায় ৩২-৩৫ হাজার স্বাস্থ্যকর্মী টিকার ডোজ পাবেন। প্রতি কেন্দ্রে ১০০ জন করে স্বাস্থ্যকর্মীর নাম নথিভুক্ত করা হয়েছে। রাজ্যে টিকা দেওয়ার মোট ৪০৮৯ টি কেন্দ্র প্রস্তুত বলে জানা গেছে।