আজ শনিবার ১৬ জানুয়ারি বিশ্বের বৃহত্তম টিকাকরণ কর্মযজ্ঞ শুরু হয়েছে দেশে। সকাল সাড়ে ১০টা নাগাদ এই কর্মযজ্ঞের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রায় তিন হাজার কেন্দ্র বা ভ্যাকসিন-স্পটে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। আজ প্রথম দফায় তিন লাখ স্বাস্থ্যকর্মীর টিকার প্রথম ডোজ পাবেন। এদিকে পশ্চিমবঙ্গেও টিকাকরণ শুরু হয়ে গেছে বলে খবর। রাজ্যের মোট ২১২টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ শুরু হয়েছে। প্রথম দফায় ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরই টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। রাজ্যে এখনও অবধি কোভিশিল্ড টিকার ৬.৯ লাখ ডোজ এসে পৌঁছেছে। কাজেই আজ প্রথম ধাপে কোভিশিল্ড টিকাই দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের।
রাজ্যে টিকা দেওয়ার মোট ৪০৮৯টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে। সেগুলির মধ্যে ২০৪টিতে আপাতত টিকাকরণ শুরু হবে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, আরজিকর, বেলেঘাটা আইডি, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, বিসি রায় শিশু হাসপাতাল এবং ৫টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে শহরের প্রতিষেধক কেন্দ্র হিসেবে বাছা হয়েছে। প্রয়োজনে টিকাকরণ শিবিরের সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। তাছাড়াও কয়েকটি বেসরকারি হাসপাতাল যেমন, রবীন্দ্রনাথ টেগোর, অ্যাপোলো, ঢাকুরিয়া আমরি ও টাটা মেডিক্যাল সেন্টারে টিকাকরণ হতে পারে এদিন।
রাজ্য স্বাস্থ্যভবন জানিয়েছে, ২১২টি কেন্দ্রে মোট ৬ লাখ স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হবে। প্রতি কেন্দ্রে ১০০ জন করে স্বাস্থ্যকর্মীর নাম নথিভুক্ত করা হয়েছে। টিকাকরণের তত্ত্বাবধানের জন্য থাকবেন স্বাস্থ্য বিশেষজ্ঞ, জেলা আধিকারিক, মেডিক্যাল অফিসাররা। আজ বেলা ১টায় নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাকরণ শিবিরগুলিতে পর্যবেক্ষণ করা হবে।