দলীয় কর্মসূচি থেকে রাজ্য পুলিশকে উদ্দেশ্য করে ফের কুরুচিপূর্ণ এবং কুৎসিত আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি নিশানা করলেন মুখ্যমন্ত্রীকেও। মেদিনীপুরের ও বিজেপি সাংসদের দাবি, “নির্বাচনে জিতে এবছরের ডিসেম্বরের পরই শুরু হবে পাল্টা মার।” দিলীপ ঘোষের এহেন নোংরা মন্তব্যের পরই ধেয়ে এসেছে সমালোচনার ঝড়। নেটিজেনদের কটূক্তির শিকারও হয়েছেন তিনি।
রায়গঞ্জের মোহনবাটি এলাকায় এনএস রোডে চায়ে পে চর্চায় যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু, জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী-সহ অন্যান্যরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। নাড্ডার কনভয়ে হামলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে বিজেপির পোস্ট, তা নিয়ে বিতর্ক- সমস্ত বিষয় নিয়েই মুখ খোলেন তিনি।
তারপরই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের শাসকদলকে। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে একাধিক নোংরা মন্তব্য করেন তিনি। এরপরই পুলিশকে ‘নপুংসক’ বলে কটাক্ষ করেন তিনি। এরপর রবীন্দ্রনাথের জন্ম স্থান সংক্রান্ত পোস্ট ও বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি। বলেন, “যাদের মানসম্মান নেই, তাঁদের আবার কথা। মুখ্যমন্ত্রীর দৌঁড়!” এদিন চায়ে পে চর্চা থেকে ডিসেম্বরের পর থেকে পাল্টা মার দেওয়ার হুঁশিয়ারিও দেন বিজেপি সাংসদ।