আগামী ১৭ই জানুয়ারি, রবিবার, দেশজুড়ে পালস পোলিও টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কিন্তু করোনা টিকার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ওই কর্মসূচী। পোলিও টিকাকরণের নতুন দিন ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক৷ সূত্রে অনুযায়ী, ১৬ই জানুয়ারি, শনিবার করোনা টিকাকরণ শুরু হচ্ছে৷ তাই ১৭ তারিখের পালস পোলিও টিকাকরণ পিছিয়ে দেওয়া হয়েছে৷ পরিবর্তে আগামী ৩১শে জানুয়ারি, রবিবার, পোলিও টিকাকরণের দিন নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, যতক্ষণ পর্যন্ত একজন শিশুও পোলিও আক্রান্ত থাকে, ততক্ষণ পুরো দেশের শিশুদের সংক্রমণের ঝুঁকি থাকে। কাজেই একযোগে সারা দেশে পোলিও টিকাকরণ চলে। পোলিও ভাইরাসঘটিত সংক্রামক রোগ, যা মূলত ৫ বছরের কম বয়সী শিশুদেরকে আক্রমণ করে। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে মলদ্বার বা মুখগহ্বরের মাধ্যমে বা সংক্রমিত জল বা খাদ্যের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে। কোনও একটি শিশু যদি পোলিও ভাইরাস দ্বারা সংক্রামিত হয় তবে সারা দেশ জুড়ে পোলিও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭শে মার্চ, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ভারতকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে সর্বশেষ পোলিওর ঘটনাটি নথিভুক্তকরণের আট বছর পূর্ণ হল ২০১৯ সালের জানুয়ারিতে। পোলিও থেকে নাগরিকদের সুরক্ষিত রাখা, যে কোনও দেশের উন্নতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।
এদিকে, দেশজুড়ে ১৬ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে করোনার গণটিকাকরণ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতাধীন এই বিশাল কর্মকাণ্ডের জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। বেশ কিছু নিয়ম মেনে চললে তবে ভ্যাকসিন পেতে পারেন মানুষ বলে জানানো হয়েছে। কেন্দ্র জানিয়েছে, মাস ভ্যাকসিনেশনের জন্য কিছু বিশেষ নিয়ম পালন করাটা আবশ্যিক।