শুক্রবার সকালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে অভিষেকের পরই নয়া নজির গড়লেন ভারতীয় পেসার টি নটরাজন। তিনি নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়া সফরে গেলেও একই সফরে তিনটি ফরম্যাটেই অভিষেক করলেন ২৯ বছর বয়সী এই পেসার। এর আগে কোনও ভারতীয় একই সফরে তিনটি ফরম্যাটে অভিষেক করেননি।
একাধিক প্লেয়ারের চোটে জর্জরিত ভারতীয় দল এখন ভরসা রাখছে নটরাজনের ওপরই। চতুর্থ টেস্টের প্রথম দিনেই দুটি উইকেটও পেয়েছেন তিনি। ম্যথু ওয়েড ও শতরান করা মার্নাস লাবুশানের উইকেট তুলে নেন তিনি। উল্লেখ্য, তৃতীয় ওয়ান ডে তে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক করেছিলেন তামিলনাড়ুর এই পেসার। সেই ম্যাচেও দুটি উইকেট পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে ভারত ১৩ রানে জয় পায়।
এর আগে, তিন ম্যাচের টি ২০ সিরিজেও ছয়টি উইকেট তুলে নজর কাড়েন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন টি নটরাজন। গোটা টুর্নামেন্টে ১৬ টি উইকেট তুলে নেন তিনি। তার পুরষ্কার হিসেবেই অস্ট্রেলিয়া সফরে সুযোগ পান তিনি। নটরাজনের এই রেকর্ডের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিও। আনন্দে উদ্বেল ভারতীয় দলও।