আর কয়েকদিন পরেই প্রজাতন্ত্র দিবস। আর তার আগেই রাজধানীতে কৃষকদের ট্রাক্টর মিছিলের ডাক নিয়ে ক্রমেই পারদ চড়ছে। এই পরিস্থিতিতে আজ ফের নবম দফার আলোচনা বসে কৃষক-কেন্দ্রের। জানা গিয়েছে, আজ বিজ্ঞান ভবনের আলোচনা শুরু হতেই কেন্দ্রের প্রস্তাবিত যাবতীয় সংশোধনী নাকচ করে দেন আন্দোলনকারী কৃষকরা। যার জেরে আজকের আলোচনার পরও কোনও সমাধান সূত্র পাওয়া যাবে কি না, তা নিয়ে শুরু হল জল্পনা।
গত ১২ জানুয়ারি কেন্দ্রের ৩টি কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি ওই আইন খতিয়ে দেখার জন্য একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে কৃষক সংগঠনগুলি। তবে যতদিন না আইন প্রত্যাহার করা হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে তারা।
এদিকে কৃষি আইন নিয়ে পর্যালোচনা করার লক্ষ্যে সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করেছে, সেই কমিটিতে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি, ডঃ প্রমোদ কুমার যোশি, অনিল ধানওয়াত ও বিএস মান৷ যদিও পরে মান পরে পদত্যাগ করেন এই কমিটি থেকে। এই কমিটির সঙ্গে কৃষকদের সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। তবে এই কমিটিকে মানতে নারাজ কৃষক সংগঠনগুলি। তাদের দাবি, তিনটি কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।