অর্থনীতিতে অবনতির ছায়া তো ছিলই। তারপর কোভিড অতিমারীর প্রকোপে ভারতীয় অর্থনীতির দীর্ঘস্থায়ী ক্ষতি হবে বলে পূর্বাভাস দিল মূল্যায়ন সংস্থা ফিচ। আগামী পাঁচ বছর আর্থিক বৃদ্ধির হার ৬.৫ শতাংশের আশপাশে থাকবে, বৃহস্পতিবার সংস্থার তরফে জানানো হয়েছে এমনটাই।
প্রসঙ্গত, লকডাউনের পর আর্থিক কার্যকলাপ শুরু হলেও কোভিড-১৯ আবহে চলতি অর্থবর্ষে (২০২১-’২২) দেশের অর্থনীতি অন্তত ৫ শতাংশ সঙ্কুচিত হবে বলে আগেই জানানো হয়েছিল মূল্যায়ন সংস্থাটির তরফে। ‘গত অর্থবর্ষে (২০২০-’২১) মোট আভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ৯.৪ শতাংশ হ্রাস পেয়েছিল। আমাদের আশা চলতি অর্থবর্ষে ভারতে জিডিপি-র হার ১১ শতাংশ বাড়বে।’ বলা হয়েছে বিবৃতিতে।
উল্লেখ্য, অতিমারী পরিস্থিতির আগে থেকেই যে ভারতীয় অর্থনীতি তার গতি হারাচ্ছিল, সে কথাও স্পষ্ট ভাবে জানিয়েছে ফিচ। বিবৃতি অনুযায়ী, ‘২০১৯ সালেই জিডিপি বৃদ্ধির হার ৪.২ শতাংশে নেমে এসেছিল। যা গত এক দশকের সর্বনিম্ন। তার আগের বছর ওই হার ছিল ৬.১ শতাংশ।’ করোনা টিকাকরণ শুরু হলে আর্থিক বৃদ্ধির হার ধীরে ধীরে গতি পেতে শুরু করবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে ফিচ-এর তরফে। তবে গত দেড় দশকে ভারতীয় অর্থনীতির খোলনলচে বিশ্লেষণের পরে সংস্থাটি জানিয়েছে, আর্থিক বৃদ্ধির গত পুনরুদ্ধারের জন্য বিনিয়োগের পাশাপাশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠবে উৎপাদনশীলতাও।