কর্মসূচি শেষ হতে এখনও দিন ১৫ বাকি। কিন্তু তার আগেই টার্গেট পূরণে রেকর্ড গড়ে চলেছে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। শুক্রবার টুইট করে ফের সেই সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সানন্দে জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে ১ মাসেরও কম সময়ে, রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি এসসি/এসটি/ওবিসি সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।’ এরপর তিনি কর্মসূচির সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমেই যাতে রাজ্যের প্রত্যেক আদিবাসী, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত সম্প্রদায়ের মানুষের কাছে এই সার্টিফিকেট পৌঁছে যায়, সেই নির্দেশও দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে কাজ যে দ্রুতই হয়েছে, এদিনের টুইটে সেটাই তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক মাসেরও কম সময়ে ১০ লক্ষ এসসি, এসটি, ওবিসির পেয়েছেন জাতিগত শংসাপত্র।
রাজ্যবাসীর বাড়ির দোরগোড়ায় সরকারি প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দিতে ডিসেম্বর মাস থেকে দু’মাস ব্যাপী এই প্রকল্পের সূচনা হয়েছে। সেদিন থেকেই বিভিন্ন শিবিরে চলছে কাজ। আর প্রথম থেকেই দারুণ পারফরম্যান্স ‘দুয়ারে সরকার’ কর্মসূচির। সেই সাফল্য দেখে শিবিরের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় নবান্ন। দেড় মাসের আগেই ২ লক্ষ মানুষ এই শিবিরে এসে সুবিধা পেয়েছেন। তাঁদের নানা সমস্যার সমাধান হয়েছে। সেদিনও টুইট করে মুখ্যমন্ত্রী তুলে ধরেছিলেন সাফল্যের কথা।