একুশের নির্বাচনে জনমত কোন দিকে? সেই সমীক্ষা বা ওপিনিয়ন পোল নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের কথা ছিল জনপ্রিয় বাংলার চ্যানেলে। ধুমধাম করে বিজ্ঞাপনও চলছিল। কিন্তু নির্ধারিত দিনে আর দেখানো হল না অনুষ্ঠান। চ্যানেলের তরফেও এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কর্তৃপক্ষ। স্বভাবতই প্রশ্ন উঠছে, কেন এমনটা হল?
সর্বভারতীয় সংস্থা ‘সি ভোটার’ এই সমীক্ষা করেছে বলে প্রচার করা হয় চ্যানেলের তরফে। সূত্রের খবর, সেই সমীক্ষা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচন হলে তৃণমূল পাবে ২০০টির সামান্য বেশি আসন, বিজেপি পেতে পারে ৮৫- ৯০ আসন আর ৮-১০টা আসন বাম-কংগ্রেস জোটের ঝুলিতে যাবে। সি ভোটার তাদের সমীক্ষার রিপোর্ট চ্যানেলকে পাঠিয়েও দেয়। তবে অভিযোগ, এই রিপোর্ট আসার পর একটি বিশেষ রাজনৈতিক দলের চাপে শেষ মুহূর্তে অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দিতে বাধ্য হয় চ্যানেল।
জানা গেছে চ্যানেল যাতে এই সমীক্ষার ফলাফল সম্প্রচার না করে সেইজন্যে দিল্লী থেকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতার অফিস থেকে ফোন করে চাপসৃষ্টি করা হয়েছে। যদিও চ্যানেলের তরফে অনুষ্ঠান সম্প্রচার না করার কারণ হিসেবে বলা হচ্ছে যে সমীক্ষার কাজ শেষ হয়নি। গোটা ঘটনা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কন্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করছে ওয়াকিবহাল মহল। চ্যানেল কর্তৃপক্ষই বা কোন স্বার্থে অনুষ্ঠান সম্প্রচার করলেন না, উঠছে সেই প্রশ্নও।