বৃহস্পতিবার দেশবাসীকে পোঙ্গল, মকর সংক্রান্তি ও মাঘবিহুর শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ পাশাপাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা কৃষকদের। আন্দোলনরত কৃষকদের প্রতি তাঁর বার্তা, ‘আমাদের কৃষক ও শ্রমিকরা তাঁদের অধিকারের জন্য ক্ষমতাশীলদের বিরুদ্ধে লড়াই করছেন৷’ এদিন পোঙ্গল নিয়েও টুইট করেন ওয়েনাডের সাংসদ৷ জানান, ‘সকলকে পোঙ্গলের শুভেচ্ছা জানাই৷ আপনাদের সঙ্গে পোঙ্গল পালন করতে আমি তামিলনাড়ুতে আসছি৷ আমি মাদুরাইতে জাল্লিকাট্টু উৎসবে উপস্থিত থাকব৷’
এরপর কথা মতোই মাদুরাইতে জাল্লিকাট্টুর অনুষ্ঠানে যোগ দিতে যান রাহুল৷ সেখানে জাল্লিকাট্টু দেখার পর রাহুল বলেন, ‘তামিল সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানলাম। ভাল লাগল। জাল্লিকাট্টু আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তামিল ভাষা, সংস্কৃতি দেশে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তামিলদের আলাদা করে রাখা যাবে না। আমি তামিল ভাষা, সংস্কৃতির রক্ষা করব।’ উল্লেখ্য, এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা ভোট হওয়ার কথা৷ সেখানে প্রতি পাঁচ বছর অন্তর সরকারের হাত বদল হয়৷ তাই এবার ডিএমকে-কংগ্রেস জোটের ক্ষমতায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের৷ এই কারণেই রাহুল যে দক্ষিণের রাজ্যটিতে বিশেষ নজর দিচ্ছেন, তা বলাই বাহুল্য। আবার পুদুচেরিতেও নির্বাচন হবে প্রায় একই সময়। সেখানে বর্তমানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। সেখানে ক্ষমতা ধরে রাখতেও মরিয়া থাকবে তারা।