চলতি টেস্ট সিরিজে দুই দলের কাছেই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে একের পর এক চোট-আঘাত। তবে এক্ষেত্রে অস্ট্রেলিয়ার থেকে বেশি জর্জরিত ভারতীয় দল। অস্ট্রেলিয়া সফর শুরুর সময় থেকে ধরলে ভারতের ১৩ জন প্লেয়ার চোটের কবলে পড়েছেন। পেইন-ব্রিগেডে চোটগ্রস্ত ক্রিকেটারের সংখ্যা তিন কিংবা চার। বুমরাহ, সামি, জাদেজা, ওয়ার্নারদের চোটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আইপিএলকে দায়ী করলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর মতে, সিরিজ শুরুর প্রাক্কালে কোটিপতি লিগে একটানা খেলার পর বিশ্রাম নেওয়ার সুযোগ পাননি ক্রিকেটাররা। সেই ধকলের মাশুল তাঁদের গুনতে হয়েছে বলে মনে করেন ল্যাঙ্গার। তাঁর কথায়, ‘ওই সিরিজে এত বেশি চোট-আঘাত আমাকে অবাক করেছে। এটা অত্যন্ত ভাবনার বিষয়। মনে হচ্ছে, এবারের আইপিএলের সময়সূচি খেলোয়াড়দের বাড়তি চাপে ফেলেছে।’ যদিও তিনি নিজেই আইপিএলের বড় ভক্ত বলে জানিয়েছেন ল্যাঙ্গার।
স্মিথের ক্রিজ মার্ক ঘষে তুলে দেওয়া প্রসঙ্গে ল্যাঙ্গারের প্রতিক্রিয়া, ‘ব্যাপারটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। ওর সম্পর্কে যা বলা হচ্ছে তা ঠিক নয়। স্মিথকে যাঁরা চেনেন, তাঁরা নিশ্চয়ই এটা মানবেন যে মাঠের মধ্যে ও সবসময় ছটফট করে। ওই ঘটনা দেখার পর আমরাও ড্রেসিং-রুমে হাসাহাসি করছিলাম। আসলে ক্রিজে স্মিথ এমনটাই করে থাকে। এর পিছনে ওর কোনও খারাপ অভিসন্ধি ছিল না।’
সিডনি স্মিথের ক্রিজ মার্ক ঘষে তুলে দেওয়া প্রসঙ্গে ল্যাঙ্গারের প্রতিক্রিয়া, ‘ব্যাপারটা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। ওর সম্পর্কে যা বলা হচ্ছে তা ঠিক নয়। স্মিথকে যাঁরা চেনেন, তাঁরা নিশ্চয়ই এটা মানবেন যে মাঠের মধ্যে ও সবসময় ছটফট করে। ওই ঘটনা দেখার পর আমরাও ড্রেসিং-রুমে হাসাহাসি করছিলাম। আসলে ক্রিজে স্মিথ এমনটাই করে থাকে। এর পিছনে ওর কোনও খারাপ অভিসন্ধি ছিল না।’