মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এর আগে একাধিকবার রাজ্যকে তুলোধনা করেছেন বিজেপি নেতারা। ওই কার্ডে আদৌ কেউ পরিষেবা পাবেন না বলেই দাবি করেছেন তাঁরা। আর এসবের মাঝেই ঝাড়গ্রামের বিজেপি সভাপতি সুখময় শতপথীর পরিবারের সদস্যদের দেখা গেল স্বাস্থ্যসাথী কার্ডের লাইনে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগের প্রশংসাও করেছেন সেই বিজেপি নেতার পরিবারের সদস্যরা।
রাজ্যের বিভিন্নপ্রান্তে চলছে স্বাস্থ্যসাথী কার্ড বিলির কাজ। বিনামূল্যে চিকিৎসা পেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এই কার্ড নিচ্ছেন আমজনতা। শনিবার দুপুরে ঝাড়গ্রামের ১৪ নম্বর ওয়ার্ডে যেখানে স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি তোলা হচ্ছিল সেখানে হাজির হন জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথীর বাবা, মা, বোন-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য। প্রায় আড়াই ঘণ্টা লাইনে দাঁড়ান তাঁরা। সন্ধে ৬ টা নাগাদ ছবি তোলা হয় তাঁদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে রীতিমতো আপ্লুত বিজেপি নেতার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, লাগাতার স্বাস্থ্যসাথীর বিরোধিতা করছেন যে বিজেপি নেতারা, তাঁদের পরিবারের সদস্যরাই কার্ডের লাইনে! বিষয়টি জানা মাত্রই পদ্মশিবিরের নেতাদের কটাক্ষ করেন জেলার এক দাপুটে তৃণমূল নেতা বলেন, “বিজেপি নেতারা সব জায়গায় গিয়ে স্বাস্থ্যসাথীর বিরুদ্ধে কথা বলছেন। অথচ তাঁদের পরিবারের সদস্যরাই কার্ড নিচ্ছে। এই প্রকল্প মানুষের স্বার্থে। মানুষের সাহায্যের জন্য। এ সম্পর্কে ভুল প্রচার করে বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে। এখানে কোনো দল দেখা হয় না, মানুষ দেখা হয়।”