আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। তার আগেই আজ সপ্তাহের শুরুতেই সামান্য বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হলেন ১৮,৬৫৪ জন। মৃত্যু হয়েছে ২০১ জনের। গতকাল সংক্রমণের হার কম থাকলেও, মৃতের সংখ্যা ছিল বেশি। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে বাড়ি ফিরেছেন ১৯,২৯৯ জন। শনিবারের তুলনায় যা সামান্য বেশি।
স্বাস্থ্য দফতরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ১ কোটি ৪ লক্ষ ৫০ হাজার ২৮৪টি। এর মধ্যে অ্যাকটিভ কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৩৩৫। সুস্থ হয়ে ফিরেছেন ১ কোটি ৭৫ হাজার ৯৫০জন। মারণ ভাইরাসের বলি দেশের মোট ১ লক্ষ ৫০ হাজার ৯৯৯জন। শনিবারের তুলনায় খানিকটা কমেছে মৃতের সংখ্যা, যা বেশ আশাব্যঞ্জক। করোনা টিকাকরণ কর্মসূচি চালু হলে এই হার আরও নিম্নমুখী হবে বলে আশা স্বাস্থ্যমন্ত্রকের। তবে তার আগে পর্যন্ত সামগ্রিকভাবে দেশের করোনা গ্রাফ নিয়ে খুব চিন্তার কিছু আছে বলে মনে করছেন না তাঁরা।
উল্লেখ্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘কোভ্যাক্সিন’ এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি ‘কোভিশিল্ড’- জোড়া ভ্যাকসিন অস্ত্রে করোনা বধের লক্ষ্যে আগামী সপ্তাহে নামছে গোটা দেশ। তার চূড়ান্ত প্রস্তুতিও সারা হয়ে গেছে। প্রথম দফায় বিনামূল্যে টিকাকরণ হবে। যেখানে প্রাধান্য পাবেন করোনা যুদ্ধের প্রথম সারিতে থাকা যোদ্ধারা, অর্থাৎ স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পুলিশ।