আইসিসি ক্রমপর্যায়ে ফের এল বদল। সম্প্রতি, পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এই পারফরম্যান্সের জন্য টেস্টে ব্যাটসম্যানদের সদ্যপ্রকাশিত ক্রমতালিকার শীর্ষে পৌঁছে গেলেন তিনি। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বর্ডার-গাভাস্কার সিরিজে এখনও পর্যন্ত রান পাননি অজি ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। তিন ইনিংসে ০, ১, ৮ রানে আউট হয়েছেন স্টিভ। যার জেরে তিন নম্বরে নেমে গেলেন তিনি।
৮৯০ পয়েন্ট নিয়ে ১ নম্বরে উইলিয়ামসন। ৮৭৯ পয়েন্ট নিয়ে বিরাট দ্বিতীয় এবং ৮৭৭ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে স্মিথ। মেলবোর্নে ম্যাচ জেতানো সেঞ্চুরির সুবাদে ভারতের অন্তর্বর্তীকালীন অধিনায়ক অজিঙ্ক রাহানে উঠে এসেছেন ৬ নম্বরে। মার্নাস লাবুশানে রয়েছেন ৪ নম্বরে এবং পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। বিরাট, রাহানে ছাড়া ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন চেতেশ্বর পূজারাও।
বোলারদের র্যাঙ্কিংয়ে মধ্যে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। প্রথম দশে ভারতীয় বোলারদের মধ্যে রয়েছেন রবিচন্দ্রন আশ্বিন ( ৭ নম্বরে ) এবং যশপ্রীত বুমরা ( ৯ নম্বরে )। অলরাউন্ডারদের তালিকায় ৩ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ৬ নম্বর স্থানে রবিচন্দ্রন আশ্বিন।