পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবার একটু দেরিতেই বঙ্গে প্রবেশ করেছে শীত। তবে দেরিতে এলেও চলতি বছরের শেষকটা দিনের আবহাওয়া মুখে হাসিই ফুটিয়েছে রাজ্যের শীতপ্রেমীদের। কারণ, রবিবারের পর সোমবারও কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে। ভোরের দিকে কুয়াশার চাদরে মুড়ে ছিল তিলোত্তমা। বেলা বাড়তেই ধীরে ধীরে পরিস্কার হয়েছে আকাশ। তবে দিব্যি জারি রয়েছে শীতের আমেজ। বছরের শেষ কটাদিন এই আমেজকে সঙ্গী করেই ছুটির মেজাজে আমবাঙালি।
হাওয়া অফিস সূত্রের খবর, সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকালও কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশেই ছিল। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪. ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আজ জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৯ শতাংশ। জানা গিয়েছে, বছরের শেষ কটাদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ ডিগ্রির আশেপাশে।
কলকাতার পাশাপাশি পাল্লা দিয়ে পারদ পতন হয়েছে জেলাতেও। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রাই নেমেছে ১০ ডিগ্রির নিচে। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলার তাপমাত্রা নামতে পারে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি নিচে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফফরপুর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও দিল্লীতেও।