কিছুদিন আগেই বাংলার শিল্পায়ন নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, সিঙ্গুরে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হবে অ্যাগ্রো পার্ক। এ নিয়ে যখন কথা তুলতে শুরু করেছে বিরোধীরা, তখন তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, মমতা বন্দ্যোপাধ্যায় কখনই শিল্পের বিরুদ্ধে ছিলেন না। সিঙ্গুরে তিনি শুধুমাত্র অনিচ্ছুক কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। সোমবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘যে প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে শিল্প নয় বলেছিলেন, সেই কথাটি সম্পূর্ণ ভাবে বলা হচ্ছে না। উনি বলেছিলেন একটা বড় অংশে শিল্প হোক। কৃষির ওপর নির্ভরশীল দরিদ্র মানুষদেরকে আরেকটা অংশ ছেড়ে দেওয়া হোক।’
প্রসঙ্গত, গত সপ্তাহে সিঙ্গুরে ১১ একর জমিতে কৃষিজ শিল্প পার্ক করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্লোগান তুলেছেন, ‘কৃষি আমাদের গৌরব, শিল্প আমাদের সম্পদ।’ আর এদিন সুব্রত পরিষ্কার জানান, ‘যে জমিতে চাষ হচ্ছে না পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, অর্থনীতির উন্নতি এবং বেকারদের জন্য মুখ্যমন্ত্রী যে ভাবে সেই জমিকে ব্যবহার করছেন তা বাস্তবধর্মী এবং উপযুক্ত।’ একইসঙ্গে তাঁর স্পষ্ট দাবি, মুখ্যমন্ত্রী কোনও সময়ই শিল্পের বিরুদ্ধে ছিলেন না। তিনি রাজ্যে শিল্প আনার জন্য বারবার বিদেশ গিয়েছেন। শিল্পপতিদের নিয়ে এসে মিটিং করেছেন এবং তার ফলে অনেক শিল্পও আসছে। তাঁর কথায়, ‘গত পাঁচ বছরে এবং সব মিলিয়ে মোট দশ বছরে রেকর্ড শিল্প এখানে হয়েছে এবং আরও শিল্পের প্রস্তাবও আসছে।’