মোদী-শাহের রাজ্য গুজরাত হল বিজেপির আঁতুড়ঘর, আর সেখানেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে ব্যাপক লুঠ চলছে। মৃত মানুষকে জীবিত দেখিয়ে টাকা তুলে নিচ্ছে বিজেপি সরকার। ৫ বছরের শিশুর নামেও জব কার্ড তৈরি হয়ে যাচ্ছে। সোমবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রবীণ তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন রিপোর্ট পেশ করে তিনি বলেন, বিজেপির নিজের গড়ে যখন ১০০ দিনের কাজের এই দুরবস্থা, সেখানে অসাধ্য সাধন করেছে বাংলা। ১০০ দিনের কাজে একবার নয় একাধিকবার প্রথম হয়েছে। সবচেয়ে বেশি কর্মদিবস পেয়েছে বাংলা। মোদী সরকারের মুখে ঝামা ঘষে দিয়েছে বাংলার তৃণমূল সরকার।
সুব্রতর অভিযোগ, সবসময় রাজ্যের কোনও না কোনও খুঁত ধরার জন্য বসে আছেন দিল্লীর বিজেপি নেতারা। এদিকে রাজ্যের ১০০ দিনের কাজ থেকে শুরু করে কর্মসংস্থানের এগিয়ে যাওয়ার তথ্য তাঁরা স্বীকার করতে চান না। এদিন তিনি জানান, ‘দুয়ারে সরকার কর্মসূচী ঐতিহাসিক ভাবে সফল হয়েছে। দ্বিতীয় দফায় দেড় কোটি মানুষ সুবিধা পেয়েছে। ২ জানুয়ারি থেকে শুরু হবে তৃতীয় দফার কাজ। আর চতুর্থ দফায় রাজ্যজুড়ে আরও ২০ হাজার শিবির খোলা হবে। এই প্রকল্পে যে সকল সরকারি কর্মচারী ও স্বেচ্ছাসেবক কাজ করেছেন, তারা টিফিন ভাতা হিসাবে ৫০০০ টাকা করে পাবেন। সরকার এ জন্য ৮৭০০ কোটি টাকা বরাদ্দ করেছে।’ তিনি এ-ও বলেন, ‘গ্রামীণ আবাসন নির্মাণে বাংলা এক নম্বরে। শহর ভিত্তিক প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় চালাননি, বরং তিনি গ্রামোন্নয়নে অনেক বেশি জোর দিয়েছেন। ১০০ দিনের কাজে আমরা শেষে ছিলাম, মমতা জমানায় আমরা প্রথমে এসেছি।’