ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে ফের মনোনীত হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিকল্প ডিরেক্টর হিসেবে থাকবেন বোর্ড সচিব জয় শাহ। আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটিতে আগের মতোই জয়ই বোর্ডের প্রতিনিধিত্ব করবেন, সূত্র অনুযায়ী খবর এমনটাই।
এছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতা, মুম্বই, আমদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লী ও মোহালিকে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। সেগুলির মধ্যে অন্যতম হল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য কর ছাড়। ভারতীয় বোর্ডকে কেন্দ্রীয় সরকারের থেকে এই কর ছাড়ের অনুমতি নিতে হবে। না হলে এই প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরশাহিতে চলে যেতে পারে। আর বোর্ড চাইলে নিজেরাই এই করের টাকা দিয়ে দিতে পারে। করের পরিমাণ ১০ কোটি ডলারেরও বেশি। সূত্র অনুযায়ী আভাস মিলেছে যে, কেন্দ্রীয় সরকার কর ছাড়ের অনুমতি না দিলে হয়ত নিজেই এই টাকা মেটাবে বোর্ড।
প্রসঙ্গত , জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) ভেঙে দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার থেকে শুধু বেঙ্গালুরুই নয়, পাঁচটি বিভিন্ন অঞ্চলে থাকবে এনসিএর শাখা। ভারতীয় ক্রিকেট দলে বেড়েছে চোট-আঘাতের প্রকোপ। তাঁদের চোট নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে নির্দিষ্ট তথ্য থাকছে না। এরকম নানা অভিযোগই উঠেছে এনসিএ-কে নিয়ে। কাজেই বিসিসিআই ঠিক করেছে, দেশের একাধিক জায়গায় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করা হবে। বেঙ্গালুরুর অ্যাকাডেমির ওপর থেকে চাপ কমানোর জন্য নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তাছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা যাতে সহজেই এনসিএ-র দ্বারস্থ হতে পারে ও সুযোগ-সুবিধে নিতে পারে, সে ব্যাপারেও ওয়াকিবহাল বোর্ডে। তবে দেশের কোথায় কোথায় এই অ্যাকাডেমিগুলি হবে, সে সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই খবর।