দীর্ঘ ১৮ বছরের কেরিয়ারে ইতি টানলেন। আজ সকালে টুইট করে সব ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় উইকেট কিপার এবং ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। দেশের হয়ে প্রথম ১৭ বছর বয়সে উইকেটকিপারের দায়িত্ব সামলেছিলেন তিনি। আজ তিনি জানিয়ে দেন অবসরের কথা। টুইটারে তিনি লেখেন, “আজ, ১৮ বছরের ক্রিকেট জীবনে পর্দা টানছি। সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ১৭ বছর বয়স থেকেই ভারতীয় বোর্ড আমার ওপর ভরসা দেখিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ তরুণ বয়স থেকে আমার পাশে থাকার জন্য এবং আমাকে সাহায্য করার জন্য।”
উল্লেখ্য, ২০০২ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ঘটে পার্থিবের। তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে শুরু হয় তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। দীর্ঘ ১৮ বছরে তিনি খেলেছেন ২৫টি টেস্ট, ৩৮ টি একদিনের ম্যাচ এবং দুটো টি-২০ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে কোনও শতরান না থাকলেও ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ২৭টি শতরান। গুজরাতের হয়ে তাঁর একাধিক ম্যাচ জেতানো ইনিংসও রয়েছে।