বিশেষজ্ঞদের একাংশের দাবি ছিল, পুজো মিটতেই বাংলাজুড়ে ব্যাপক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে। এ ক্ষেত্রে অনেকেই তুলে ধরেছিলেন কেরালার ওনাম-পরবর্তী পরিস্থিতির কথা। কিন্তু পুজো মিটতেই দেখা গিয়েছে তাঁরা কতখানি ভুল ছিলেন। কারণ সংক্রমণ-মৃত্যুর নিত্যনতুন নজিরে দিল্লী বেসামাল হলেও বাংলার করোনা পরিস্থিতি এখনও সে অর্থে শোচনীয় নয়। বরং তুলনামূলক ভাল। রাজ্যে করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তা জোর দিয়ে বলা না গেলেও কিছুটা নিয়ন্ত্রণে তো বটেই। ধীরেধীরে পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। দৈনিক সংক্রমণ কমছে শুধু নয়। স্বস্তি মিলেছে সুস্থতার হারেও। সপ্তাহান্তে রাজ্যে কোভিড সুস্থতার হার ৯১ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এই সংকটকালে রাজ্যের কাছে যা কম প্রাপ্তি নয়। তা ছাড়া, দৈনিক সুস্থতার সংখ্যা নিয়মিত ভাবে বাড়তে থাকায় স্বাভাবিক ভাবেই রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তও কমছে রাজ্যে।
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের রবিবার (১৪ নভেম্বর)-এর রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,০৫৩ জনের করোনা ধরা পড়েছে। একই সময়ের মধ্যে সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪,৪৮০ জন। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতা বেশি হওয়ায়, গত ২৪ ঘণ্টায় রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত কমেছে ১৪৭৮ জন। সামগ্রিক ভাবে, রাজ্য এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ৫৫১ জন। এর মধ্যে ৩ লক্ষ ৯৪ হাজার ৫৭৬ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। রাজ্য অ্যাক্টিভ আক্রান্ত কমে হয়েছে ২৯,৩১৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭,৬৬১ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯১.৪৩ শতাংশ। অন্যদিকে, বাংলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৩৮ হাজার ৬৫৮ জনের। এখনও পর্যন্ত বঙ্গে মোট কোভিড টেস্ট হয়েছে ৫২ লক্ষ ১৮ হাজার ৭৯৭ জনের। তার মধ্যে ৮.২৭ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে।